ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খারকিভের কাছে টর্চার চেম্বার পাওয়ার দাবি ইউক্রেন পুলিশের
অনলাইন ডেস্ক
ইউক্রেনের লিসিচানস্ক শহরের আবাসিক ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি

খারকিভ অঞ্চলের উত্তরপশ্চিমে অবস্থিত শহর পিস্কি-রাদকিভিস্কিতে টর্চার চেম্বার (নির্যাতন চেম্বার) পাওয়ার দাবি করেছে ইউক্রেনের পুলিশ। সিএনএনের খবরে বলা হয়েছে, অঞ্চলটি রুশ সেনাদের দখলে ছিল। কিন্তু ইউক্রেন সেনাদের প্রতিরোধের মুখে তারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

পুলিশ জানিয়েছে, টর্চার চেম্বারে নিষ্কাশিত সোনার দাঁত পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা ইউক্রেনের সন্ত্রাসবিরোধী দল এবং সেনাবাহিনীকে জানিয়েছে, রুশ সেনারা দখল করে থাকত এমন বাড়িতে তারা এই জিনিসগুলো পেয়েছেন।

খারকিভের আঞ্চলিক পুলিশের তদন্ত বিভাগের প্রধান সেরহি বোলভিনভকে বাসিন্দারা আরও জানিয়েছেন, এই ভবন থেকে তারা নিয়মিত চিৎকারের শব্দ শুনতে পেতেন। ইউক্রেনের কৌঁসুলি (প্রসিকিউটর) এবং তদন্তকারীরা যেসব ঘটনা ঘটেছে, সে সবের প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন বলে জানিয়েছেন সেরহি বোলভিনভ।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর