ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

জন্মভূমির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মালালা
অনলাইন ডেস্ক
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে মালালা ইউসুফজাই

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই নিজ জন্মভূমির বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন। এএফপির খবরে বলা হয়েছে, পাকিস্তান তেহরিকে তালেবানের (টিটিপি) হাতে গুলিবিদ্ধ হওয়ার দশম বার্ষিকীতে মালালা পাকিস্তানে সফর করছেন।

নারী শিক্ষার পক্ষে ক্যাম্পেইনের জেরে ১৫ বছর বয়সে টিটিপির হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন মালালা। জীবনরক্ষার চিকিৎসার জন্য তাকে ব্রিটেনে নেওয়া হয়। ২০১৪ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান।

খবরে বলা হয়েছে, নিজের ওপর আক্রমণের ১০ তম বার্ষিকীর দুইদিন পর মালালা করাচিতে অবতরণ করেন। সেখান থেকে তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান।

মালালা ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, তার এ সফরের লক্ষ্য বন্যায় বিধ্বস্ত পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা হয়। বিপর্যকর বন্যায় আক্রান্ত পাকিস্তানের এক তৃতীয়াংশ পানির নিচে রয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৮০ লাখ মানুষ।

বিডিপ্রতিদিন/কবিরুল  



এই পাতার আরো খবর