ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঋষি সুনাককে কী প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছেন বরিস জনসন?
অনলাইন ডেস্ক

লিস ট্রাসের বিদায়ের পর ব্রিটিশ রাজনীতিতে নতুন ঘনঘটা। কনজারভেটিভরা তাদের পরবর্তী নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচনের দৌড়ে। ট্রাসের সাথে হারলেও এই দৌড়ে আবারও নেমেছেন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ নেতা ঋষি সুনাক।

অনেকে বলছেন, সুনাক পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে। তবে এই দৌড়ে অংশ নেওয়া সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দলের স্বার্থে সুনাককে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলেছেন।

বরিস জনসন দাবি করেছেন, তিনিই একমাত্র দলকে বাঁচাতে পারবেন। তাই দলের স্বার্থে সুনাককে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যমে এমন খবর এলেও এখনও আনুষ্ঠানিকভাবে বরিস কিছু বলেননি। ঋষি সুনাকের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে কনজাভেটিভদের এমন টালমাটাল দিনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধীরা। সেই চাপ সামলাতে বরিস জনসন ঋষি সুনাককে তার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর