ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়, সরে গেলেন বরিস জনসন
অনলাইন ডেস্ক

তোড়জোর করে আটঘাট বেঁধেই বরিস জনসন ফের কনজারভেটিভ নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছিলেন। তবে মাঝ পথেই এই দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন এই সাবেক প্রধানমন্ত্রী।

কনজারভেটিভ প্রধান নেতার আসনে বসার মনোনয়ন পেতে বরিসের দরকার ছিল ১০০ এমপির সমর্থন। তবে সেখানে তিনি সমর্থন পেয়েছিলেন মাত্র ৫৭ জনের।

বরিসের সরে যাওয়ায় এগিয়ে গেলে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। তাকে সমর্থন করছে ১৪৪ এমপি।

যদিও এক বিবৃতিতে বরিস জনসন জানিয়েছেন তিনি ১০২ এমপির সমর্থন পেয়েছিলেন। তবে প্রকাশ্যে তাকে সমর্থন দিয়েছিল ৫৭ জন। বরিস বলেছেন, তিনি ঋষি ও পেনির সাথে সমঝোতা করে জাতীয় স্বার্থে কাজ করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। বরিস মনে করছেন, এখন এই পদে লড়াই করার জন্য সঠিক সময় নয়, তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এখন সরে গেলেও ২০২৪ সালে কনজারভেটিভের হয়ে লড়াই করার ইঙ্গিত দিয়ে রেখেছেন জনসন। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর