ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাচু নদীর তীরে এখনও কান্নার ঢেউ
অনলাইন ডেস্ক

রবিবার সন্ধ্যায় ভারতের গুজরাটে মোরবিতে ঝুলন্ত সেতু ছিড়ে পড়ে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও অনেকে।

হারানো স্বজনের খোঁজে মাচু নদীর তীরে এখন কান্নার ঢেউ। কেউ খুঁজছেন তার না পাওয়া স্বজনকে, কেউ কাঁদছেন স্বজন হারানোর বেদনায়।

এক তরুণ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন এই দুর্ঘটনায় তিনি বেঁচে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন তার বোন।

তিনি বলেন, ‘আমরা সেতুটিতে দাঁড়িয়েছিলাম। সেখানে আরও শত শত মানুষ ছিল।’ ‘আমি প্রথমবারের মতো এই সেতুতে গিয়েছিলাম, আমার বোন ও আমি ফোনে ছবি তুলছিলাম, হঠাৎ করেই সেতুটি ভেঙে পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি আর আমার বোন পানিতে পড়ে যাই। আমি বেঁচে গেলেও এখনও আমার বোন নিখোঁজ।’

এখনও তিনি তার বোনকে খুঁজে চলছেন। জানালেন, ‘আমি সরকারি হাসপাতালে গিয়েছি, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও আমার বোনকে পাইনি।’

জয়েশভাই নামের আরেকজন খুঁজছেন তার হারানো বন্ধু রাজেশকে। তিনি জানান এখনও তার বন্ধুকে খুঁজে পাওয়া যায়নি।

জয়েশভাই জানান, ‘আমি তার খোঁজে হাসপাতালে গিয়েছি। আমি কর্মকর্তাদের কাছে সাহায্য চেয়েছি কিন্তু একজন ছাড়া কেউ কোনো সাড়া দেয়নি।’ ‘আমি আসলে কোথাও থেকে সঠিক উত্তর পাইনি।’

এই অবস্থায় দুঃশ্চিন্তায় দিন কাটছে রাজেশের পরিবারের।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর