ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়, ট্রাম্পের ওপর ক্ষুব্ধ রিপাবলিকানরা!
অনলাইন ডেস্ক

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন পার্লামেন্টের ঊচ্চ কক্ষে কর্তৃত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাট তথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সুবিধা করতে পারেনি বিরোধী রিপাবলিকানরা।

এই বিপর্যয়ের জন্য রিপাবলিকানরা সাবেক প্রেসিডেন্ট ও দলের নেতা ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছে। 

ট্রাম্প সমালোচকদের মতে, তিনি নিজের দলের সিনেট নেতা মিচ ম্যাককনেলের দ্বন্দ্বে জড়িয়ে ক্ষতি করেছেন। যদিও এখনও মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দিকে তাকিয়ে আছে রিপাবলিকানরা। তারা এখানেই জো বাইডে বাগড়ার মুখে ফেলতে চায়।

ম্যারিল্যান্ডের রিপাবলিকান গভর্নর  ল্যারি হোগানের মতে, ‘এটা তৃতীয় নির্বাচন যার ফলাফলে ট্রাম্পের জন্য আমাদের চড়া মূল্য দিতে হয়েছে।’ 

ল্যারি ট্রাম্পকে কটাক্ষ করে আরও বলেন, ‘তিনি বলেছেন আমরা জিততে জিততে ক্লান্ত হয়ে যাব আর আমি হারতে হারতে ক্লান্ত।’

মার্কিন ইতিহাস বলছে ক্ষমতাসীনরা সবসময় মধ্যবর্তী নির্বাচনে আসন হারিয়ে থাকে। তবে গেল ২০ বছরের হিসেবে সেই জায়গাতে বেশ ভালো করেছে ডেমোক্র্যাটরা। 

এ বিষয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ‘ওয়াশিংটনে পন্ডিত বলেছিলেন আমরা জিততে পারবো না! কারণ ইতিহাস, ইতিহাস, ইতিহাস।’ কিন্তু ‘ডেমোক্র্যাটরা পন্ডিতিতে বিশ্বাসী না। বরং ডেমোক্র্যাটরা নিজের দিকে ও প্রতিদ্বন্দ্বিদের দিকে নজর দেয়।’

এবার ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন বাইডেন। পেলোসিও তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। একই ইচ্ছা আছে ২০২০ সালে বাইডেনের কাছে হেরে যাওয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর