ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তাইওয়ান নিয়ে চীনের আগ্রাসী আচরণে উদ্বেগ জানালেন বাইডেন
অনলাইন ডেস্ক

চীনের প্রেসিডেন্টের সাথে জি-২০ সম্মেলনের ফাঁকে আলাপে কখনো পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার একথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ। 

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সম্মত হয়েছে। এছাড়া পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি না দেওয়ার বিষয়েও সম্মত হয়েছে তারা।

এই আলাপে বাইডেন তাইওয়ান ইস্যুতে চীনের আগ্রাসী আচরণের বিরোধিতাও করেছেন। বাইডেনের দাবি চীনের এমন আচরণে শান্তি প্রক্রিয়া ঝুঁকিতে পড়েছে। 

এসময় উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উদ্বেগের কথা জিনপিংকে জানান বাইডেন।

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর