ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চীনে চীনা স্টাইলের গণতন্ত্র আছে: বাইডেনকে বললেন শি
অনলাইন ডেস্ক
শি জিনপিং ও জো বাইডেন

যুক্তরাষ্ট্রে আমেরিকান স্টাইলের গণতন্ত্র আছে, চীনে চীনা স্টাইলের গণতন্ত্র আছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে এ কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিশ্বের প্রভাবশালী দুই রাষ্ট্রের প্রধানের সাক্ষাৎ হয়েছে সোমবার, ইন্দোনেশিয়ার বালিতে। জি২০ সম্মেলনে যোগ দিতে সেখানে হাজির হয়েছেন শি ও বাইডেন। সে সাক্ষাতে বাইডেনকে শি আরও বলেছেন, ‌‘তথাকথিত ‘গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ’ আখ্যান বর্তমান বিশ্বের পরিস্থিতি নির্ধারণে খুব একটা গুরুত্ব বহন করে না, সময়ের গতিবিধি নির্ধারণেও এর ভূমিকা তেমন বিস্তৃত নয়’। 

সম্প্রতি চীনে কমিউনিস্ট পার্টির কাউন্সিলে আবারও নেতা নির্বাচিত হওয়ায় পরবর্তী মেয়াদেও ক্ষমতায় থাকবেন শি জিনপিং। বাইডেনকে তিনি আরও বলেছেন, ‘স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত করাই হলো মানবতার মূল্য লক্ষ্য। চীনা কমিউনিস্ট পার্টির মূল্য লক্ষ্যও তাই’।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর