ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জলবায়ু সম্মেলন; ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় তহবিল গঠনে সম্মতি
অনলাইন ডেস্ক

২৭তম জলবায়ু সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধি জলবায়ু বিপর্যয় মোকাবেলায় ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় তহবিল গঠনে সম্মতি (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) দিয়েছেন। এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মিশরের শার্ম আল শেখে। সম্মেলনের প্রেসিডেন্ট সামেহ শউকরি এ তহবিল গঠনকে ‌‌‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। তহবিল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। তিনি বলেছেন, এ তহবিল গঠনই যথেষ্ট নয়। তবে জলবায়ু বিপর্যয় মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তহবিল গঠন জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি অংশ। গত কয়েক বছর ধরেই এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন দেশ। শেষ পর্যন্ত তহবিল গঠনে সম্মতিতে তাই অনেকে আশাবাদ প্রকাশ করেছেন। তহবিল গঠন ছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বৈশ্বিক উষ্ণতাকে প্রাক-শিল্প স্তরের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার বিষয়েও একমত পোষণ করেছে।

তবে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে জোরদার কোনো অঙ্গীকার উচ্চারিত হয়নি এবারের সম্মেলনে। চূড়ান্ত অঙ্গীকারনামায় তেল, গ্যাসসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে কোনো উল্লেখ করা হয়নি। 

তবে ২৭তম জলবায়ু সম্মেলনের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্রিটেনের গ্লাসগোতে অনুষ্ঠিত ২৬ তম জলবায়ু সম্মেলনের সভাপতি অলোক শর্মা। ব্রিটিশ প্রতিনিধি জানান, ‘আমি হতাশ। আমরা জলবায়ু বিপর্যয় মোকাবেলায় পদক্ষেপ গ্রহণে এগিয়ে যেতে পারিনি’।



এই পাতার আরো খবর