ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ৫ বছর ৯ মাসের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
জিমি লাই

হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে ৫ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিমিকে ২০ লাখ হংকং ডলার জরিমানাও করা হয়েছে। আজ শনিবার এ সাজার ঘোষণা দেওয়া হয়েছে। বিচারক বলেছেন, জিমি অফিসের জায়গা অবৈধভাবে ভাড়া দিয়েছেন, এজন্য তার কোনো অনুতাপও নেই। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

গত বছর একটি মিছিলে অংশ নেওয়ায় আটক হন জিমি লাই। বিক্ষোভে মদদ ও অংশগ্রহণের অভিযোগে ২০ মাস জেল খেটেছেন তিনি।

জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি অভিযোগে জিমি লাইয়ের ১ ডিসেম্বর বিচার শুরু হওয়ার কথা ছিল। তবে হংকংয়ের নেতা জন লি কা-চিউয়ের অনুরোধে বিচারকাজ স্থগিত আছে। এ অভিযোগে অভিযুক্ত প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে জিমি লাইয়ের। 

উল্লেখ্য, জিমি লাই চাইনিজ ভাষার জনপ্রিয় ট্যাবলয়েড অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা। গত বছরের জুনে অ্যাপল ডেইলির প্রকাশনা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর