ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট
অনলাইন ডেস্ক
বার্নার্ড আর্নল্ট

ইলন মাস্ককে পেছনে ফেলে ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। তিনি বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ৭৩ বছর বয়সী ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট বিনিয়োগকারী ও শিল্প সংগ্রাহক হিসেবেও পরিচিত।

ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার। আর্নল্ট ও মাস্কের পরেই আছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে জেফ বেজোস ও ওয়ারেন বাফেট।

মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এবং কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ারধারী। অক্টোবরে তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন। চলতি বছর টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকার শীর্ষ স্থান হারিয়েছেন মাস্ক। টুইটার কেনার চুক্তিটি কয়েক মাসের আইনি লড়াইয়ের পর সম্পন্ন হয়েছিল। কেউ কেউ টেসলার শেয়ারের দরপতনের অন্যতম কারণ হিসেবে টুইটার কেনা নিয়ে সৃষ্ট বিভ্রান্তিকে উল্লেখ করেছেন।



এই পাতার আরো খবর