ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২০২০ সালে কোনো আয়কর দেননি ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে প্রবেশের তিন বছর কমবেশি আয়কর দিলেও শেষ বছরে (২০২০ সালে) কোনো কর দেননি ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রতিনিধি পরিষদের একটি কমিটি মঙ্গল এ তথ্য প্রকাশ করেছে। 

রিটার্নের তথ্য অনুযায়ী, ক্ষমতায় থাকা চার বছরে ট্রাম্পের আয় ও কর প্রদানের হার নাটকীয়ভাবে ওঠানামা করেছে।

সাবেক এই প্রেসিডেন্ট প্রথম তিন বছর কিছু না কিছু কর দিলেও শেষদিকে তা একদম শূন্যে নামিয়ে ফেলেছেন। অবশ্য কর না দেওয়ার পেছনে ব্যবসায় মুনাফা ঘাটতির অজুহাত দেখিয়েছেন তিনি। অন্যান্য প্রেসিডেন্টরা নিয়মিত আয়কর রিটার্ন প্রকাশ করলেও ট্রাম্প তা চাননি। পরে প্রতিনিধি পরিষদের ওই কমিটি একটি রুদ্ধদ্বার বৈঠক করে করের হিসাব প্রকাশে সম্মত হয়।

ট্রাম্প অর্গানাইজেশনের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, করের হিসাব রাজনৈতিক উদ্দেশ্যেই প্রকাশ্যে আনা হয়েছে। সাবেক প্রেসিডেন্টের সঙ্গেই যখন এটা হয়েছে, সাধারণ আমেরিকানদের সঙ্গেও ঘটতে পারে।

২০২০ সালে নিউইয়র্ক টাইমসের একটি ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ১০ বছর কোনো করই দেননি দেশটির এ শীর্ষ ব্যবসায়ী। অবশ্য ট্রাম্প তখন এ অভিযোগ অস্বীকার করেছিলেন। তার দাবি ছিল, ওই সময়ে তিনি ‘প্রচুর’ আয়কর দিয়েছেন।

এদিকে অন্য একটি খবরে বলা হয়েছে, আয়করের হিসাব সামনে আসায় তদন্তের মুখে পড়তে পারেন ট্রাম্প। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর