ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ম্যানগ্রোভ উদ্ভিদের বীজ বপনে ড্রোন ব্যবহার করছে আবুধাবি
অনলাইন ডেস্ক
সমগ্র আরব আমিরাতে ১০ লাখ ম্যানগ্রোভ উদ্ভিদের বীজ বপন করছে আবুধাবি

সমগ্র আরব আমিরাতে ১০ লাখ ম্যানগ্রোভ উদ্ভিদের বীজ বপন করছে আবুধাবি। এটা করতে তারা ড্রোন ব্যবহার করছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়ামের খবরে বলা হয়েছে, আবুধাবির পরিবেশ এজেন্সি (ইএডি) জলবায়ু অঙ্গীকারের অংশ হিসেবে ১০ লাখ উদ্ভিদ রোপণের উদ্যোগ নিয়েছে। আর এটা করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

খবর অনুসারে, যেসব এলাকায় উদ্ভিদ রোপন করা হবে ড্রোন ব্যবহার করে সেখানকার ভূসংস্থান স্ক্যান করা হচ্ছে। এর মাধ্যমে থ্রি-ডি মানচিত্র তৈরি করা হচ্ছে। এরপর অ্যালগরিদম ব্যবহার করে  অঙ্কুরিত বীজ ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ফেলা হচ্ছে।

এই পদ্ধতি হাতে বীজ বপনের থেকে দ্রুত এবং স্বল্পমূল্যসম্পন্ন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

২০২১ সালে ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম আবুধাবি সফর করেন। ওই সময়  আবুধাবি কর্তৃপক্ষ ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণের উদ্যোগ গ্রহণ করে। সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর