ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লিথুনিয়া-লাটভিয়াকে সংযুক্তকারী গ্যাস লাইনে বিস্ফোরণ
অনলাইন ডেস্ক

ইউরোপের দেশ লিথুয়ানিয়া ও লাটভিয়াকে সংযুক্তকারী একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অ্যাম্বার গ্রিড জানিয়েছে, তাৎক্ষণিকভাবে সেখানে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

গতকাল শুক্রবার লিথুয়ানিয়ার উত্তরাঞ্চলে লাটভিয়ার সীমান্তের কাছে পাসভালিসে বিস্ফোরণের ঘটনায় আগুন ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের দেওয়া খবরে জানানো হয়েছে,আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিস্ফোরণের কারণে লিথুয়ানিয়া থেকে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

লিথুয়ানিয়ার সঙ্গে রাশিয়ার ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সীমান্ত আছে। দেশটি বাল্টিক সাগরের তীরবর্তী অবস্থিত। আর এই বাল্টিক সাগর হয়ে রাশিয়া থেকে জার্মানিতে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন গেছে। গত বছর এই পাইপলাইনে কয়েকটি বিস্ফোরণ ঘটেছিল। 

 

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর