ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বুরকিনা ফাসোতে ৫০ নারীকে অপহরণ
অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীরা ৫০ নারীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। ১২-১৩  জানুয়ারির মধ্যে তাদের অপহরণ করা হয়।

আরিবিন্দা শহরের নিকটবর্তী লিকি শহর থেকে বুনো ফল সংগ্রহ করার সময় সশস্ত্র গোষ্ঠর সদস্যরা তাদের তুলে নিয়ে যায়।

সোমবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ওই নারীদের উদ্ধারে এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

কোন গোষ্ঠীর সদস্যরা ওই নারীদের অপহরণ করেছে সে বিষয়েও কোনো তথ্য দিতে পারেনি বুরকিনা ফাসোর সরকার। আর কোনো সশস্ত্র গোষ্ঠীও এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর