ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনে পশ্চিমা ট্যাংক পোড়ানো হবে, হুঁশিয়ারি রাশিয়ার
অনলাইন ডেস্ক
ক্রেমলিনের মুখপাত্র পেসকভ

জার্মানি ইউক্রেনে তাদের তৈরি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। একইসঙ্গে অংশীদেশগুলোও তাদের তৈরি ট্যাংক ইউক্রেনে পাঠাতে পারবে ওলাফ শলৎস সরকার অনুমোদন দিয়েছে।

ক্রেমলিন বলেছে, ইউক্রেনে পশ্চিমা ট্যাংক পাঠানো হলে সেগুলো ধ্বংস করা হবে। ট্যাংক পাঠানোর সিদ্ধান্তকে ‘ব্যর্থ পরিকল্পনা’ বলেও উল্লেখ করেছে  রাশিয়া।  

ক্রেমলিনের মুখপাত্র বলেন, এই ট্যাংকগুলোও বাকিগুলোর মতো পোড়ানো হবে। এগুলো ব্যয়বহুল উল্লেখ করে তিনি বলেন, এই ট্যাংক ইউক্রেন সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করবে এটা অতিরিক্ত মূল্যায়ন। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর