ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৌদি যুবরাজ পরেছেন বলেই বেড়েছে জ্যাকেটের চাহিদা, দামও তুঙ্গে!
অনলাইন ডেস্ক

শুক্রবার একটি রেস্তোরাঁর দেখা যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। সে সময় তার পরনে ছিল একটি জ্যাকেট। স্বাভাবিক এই ঘটনাটাই অস্বাভাবিক হয়ে উঠেছে টুইটারে বদৌলতে।

অনেকেই সৌদি যুবরাজের এই জ্যাকেটটি পছন্দ করেছেন। যার ফলে ওই ধরনের জ্যাকেটের চাহিদাও বেড়েছে। আর সেই চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জ্যাকেটের দামও।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিজাত পণ্য বিক্রি করা ফারফেচে (FarFetch) ওই জ্যাকেট বিক্রি হচ্ছে প্রায় ৭ হাজার ডলারে।

অনেকে আবার কমদামে ওই ধরনের জ্যাকেট কোথায় বিক্রি হয় তাও খুঁজছেন।

এক টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘যারা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জ্যাকেট পছন্দ করেছেন তারা উচ্চ মূল্যের কারণে এটা কিনতে পারছেন নাা।’

অনেক অনলাইন বেচাকেনার মাধ্যমে হুট করেই যুবরাজের জ্যাকেটের ধরনের পোশাকের দাম হুট করেই বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগও করছেন কেউ কেউ।

সূত্র: আরব নিউজ

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর