ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনের ইইউতে যোগদানের সর্বশেষ তথ্য জানালেন কমিশন প্রধান
অনলাইন ডেস্ক
ইইউ কমিশনের প্রধান ভন দার লিয়েন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন বলেছেন, ইউক্রেনের ইইউতে যোগদানের জন্য কোনো কঠোর সময়সীমা নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কিয়েভে একটি শীর্ষ বৈঠকের পর সংবাদ সম্মেলনে ভন দার লিয়েন বলেন, ‘কোনো কঠোর টাইমলাইন নেই, তবে এমন লক্ষ্য রয়েছে যা আপনাকে (ইউক্রেন) অর্জন করতে হবে।’

ইইউ কমিশনের প্রধান আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী নিষেধাজ্ঞা প্যাকেজ তৈরি হচ্ছে। রাশিয়া ইউক্রেনে যে ড্রোন ব্যবহার করছে সেটা টার্গেট করা হবে।

বৃহস্পতিবার একটি টিম নিয়ে কিয়েভে পৌঁছান  ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন। গত বছর রাশিয়ার হামলার মুখে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আবেদন করে কিয়েভ। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর