ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হংকংয়ে আটক গণতন্ত্রপন্থিদের বিচার শুরু
অনলাইন ডেস্ক
হংকংয়ে আটক গণতন্ত্রপন্থিদের বিচার শুরু হয়েছে

হংকংয়ে গণতন্ত্রপন্থি সাবেক আইনপ্রণেতাসহ অ্যাকটভিস্ট এবং আইনজ্ঞদের বিচার শুরু হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আটকের দীর্ঘ সময় পর তাদের বিচারকার্য শুরু হচ্ছে।

দুই বছর আগে শেষরাতের এক অভিযানে হংকংয়ের এই গণতন্ত্রপন্থিদের আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

বিচারকার্য শুরু উপলক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পশ্চিম কওলুন ম্যাজিস্ট্রেটে ব্যাপকসংখ্যক পুলিশ, বিস্ফোরক শনাক্তকারী কুকুরসহ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

আদালতকে বিবাদী সাবেক আইনপ্রণেতা বলেছেন, তিনি জবাব দেওয়ার মতো কোনো অপরাধ করেননি। কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে কাজ করা অপরাধ নয়।

বিচারক অ্যান্ডু চান্ড বলেন, বিচারকার্য একটি গুরুগম্ভীর উৎসব। অভিযুক্ত এবং উপস্থিত সাধারণ দর্শকদের তিনি সম্মান বজায় রাখার আহ্বান জানান।   

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর