ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফিলিস্তিনি ব্যক্তির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত
অনলাইন ডেস্ক
ঘটনাস্থলে পুলিশের ভিড়

ফিলিস্তিনি এক ব্যক্তির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজন শিশু যার বয়স ৬ বছর বাকিজন ২০ বছরের যুবক। 

শুক্রবার পূর্ব জেরুজালেমের রামোতে এই ঘটনা ঘটে। এই অঞ্চলে ইসরায়েল অবৈধভাবে বসতি স্থাপন করেছে।

খবর অনুসারে, পুলিশ ঘটনায় অভিযুক্ত হোসেইন কারাকাকে গুলি করে হত্যা করে। তার বাড়ি গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া তার স্ত্রীসহ পরিবারের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ইহুদি পুলিশ।

খবরে বলা হয়েছে, নিহত ২০ বছরের যুবকের নাম অলটার সোলমো ল্যাদারম্যান। প্রায় দুই মাস আগে তিনি বিবাহ করেন। অন্যদিকে নিহত ৬ বছর বয়সী শিশু জ্যাকব ইসরায়েল প্যালি। সে জেরুজালেমের রামোতের বাসিন্দা।

রামোতের বাসস্টপেজের এই ঘটনায় আট বছর বয়সী এক ইসরায়েলি শিশুসহ ৫ জন আহত হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শিশুর অবস্থা গুরুতর। 

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর