ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

মিসিসিপিতে সিরিজ বন্দুক হামলায় নিহত ৬
অনলাইন ডেস্ক
মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুতলা শহরের জনসংখ্যা ৩০০ জনেরও কম

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিরিজ বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১ টার দিকে বন্দুক হামলার এই ঘটনা ঘটে।

সিএনএনের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার পর নিহত তিন ব্যক্তিকে দুটি বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদের একটি দোকানে, একটি গাড়িতে এবং একটি রাস্তার মধ্যে পাওয়া গেছে।

টেট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, শুক্রবার এক বন্দুকধারী প্রথমে একটি স্থানীয় দোকানে প্রবেশ করে এবং একজনকে গুলি করে। তারপর কাছের একটি বাড়িতে যায় যেখানে সে একজন নারীকে গুলি করে হত্যা করে। এ সময় ওই নারীর স্বামী আহত হন।

ব্র্যাড ল্যান্স বলেন, তার সহকর্মীরা একটি গাড়ির ভেতরে সন্দেহভাজন ব্যক্তিকে দেখেন এবং তাকে ধাওয়া করে আটক করেন।

আদমশুমারির তথ্য অনুসারে, মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুতলা শহরের জনসংখ্যা ৩০০ জনেরও কম। হামলার ঘটনার পর মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তে সহায়তা করতে বলা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর