ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান কাতারি ধনকুবের জাসিম
অনলাইন ডেস্ক

কাতারের একটি ব্যাংকের চেয়ারম্যান শেখ জাসিম বিন হামাদ আল থানি ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার দৌড়ে নামছেন। তার ফাউন্ডেশন এই দৌড়ে নামছে বলে নিশ্চিত করা হয়েছে।

এই দৌড়ে আরও আছেন ধনকুবের জিম র‌্যাটক্লিফ। 

গ্ল্যাজার পরিবার ২০০৫ সালে ইউনাইটেড কিনে নেয়। এবার তারা ক্লাবটি বেচে দেওয়ার পরিকল্পনা করছে।

শেখ জাসিমের প্রতিষ্ঠান কাতারি কনসোর্টিয়াম জানিয়েছে, ‘ক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই তারা এই বিডে নামতে চায়।’

ম্যানচেস্টার ইউনাইটেডের নানা ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণাও দেয়া হয়েছে কাতারের এই ধনকুবেরের পক্ষ থেকে। তারা রেড ডেভিলদের ফের বিশ্ব সেরাদের কাতারে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর