ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের গল্পটা অন্যরকম
অনলাইন ডেস্ক

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন জেসন আর্ডে। তিনিই বিশ্ববিদ্যালয়টির সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক (প্রফেসর) হয়ে রেকর্ড গড়েছেন। গল্পটা এ পর্যন্ত স্বাভাবিক। তবে এই শিক্ষক হওয়ার পেছনের গল্প আর লড়াইটা হতে পারে যে কারো জন্য অনুপ্রেরণা।

অধ্যাপক জেসন ১১ বছর পর্যন্ত কথাই বলতে পারতেন না। আর ১৮ বছর পর্যন্ত তিনি পড়তে পারতেন না, লিখতেও পারতেন না। বর্তমানে তার বয়স ৩৭ বছর। 

দক্ষিণ পশ্চিম লন্ডনে জন্ম নেওয়া জেসন জানিয়েছেন, নেলসন মেন্ডেলার কারামুক্তির দৃশ্য এবং রাগবি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয় তাকে অনুপ্রেরণা দিয়েছিল।

ভারী কোনো কাজ করতে পারতেন না এই সমাজবিজ্ঞানী। অটিজমের কারণে নানা রকম শারীরিক সমস্যা পদে পদে প্রতিবন্ধকতা তৈরি করছিল। তবে মায়ের অনুপ্রেরণায় তিনি আস্তে আস্তে পড়ালেখার পথে ঢোকেন।

এরপর একটু একটু করে সামনের দিকে আগাতে থাকেন এই অধ্যাপক। স্নাতক, স্নাতোকত্তর শেষ করেন, করেন গবেষণাও। এখন তিনি কেমব্রিজের পাঁচ কৃষ্ণাঙ্গ প্রফেসরের একজন।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর