ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উদ্ধারকাজে বিলম্ব, ক্ষমা চাইলেন এরদোয়ান
অনলাইন ডেস্ক

ভূমিকম্পের পর অনেক এলাকায় উদ্ধারকাজ শুরু করতে দেরি হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এরদোয়ান বলেছেন, ‘ভূমিকম্পের ভয়াবহতা, খারাপ আবহাওয়ার কারণে আমরা প্রথম কয়েকদিনে অনেক এলাকায় পৌঁছাতে পারিনি। আমি এ জন্য ক্ষমা চাইছি।’

তুরস্কে ৬ ফেব্রুয়ারি আঘাতহানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক সময়ে উদ্ধার কাজ শুরু করতে না পারায় অনেক এলাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এরদোয়ানের প্রশাসন।

এরদোয়ান অবশ্য এই দায় পুরোপুরি নিজের কাঁধে নিতে চাননি। তিনি দাবি করেছিলেন, এতো বড় দুর্যোগ আগে থেকে প্রস্তুতি নিয়ে মোকাবেলা করা যায় না। তবে আগেও এরদোয়ান খানিকটা দায় নিজের কাঁধে নিয়েছিলেন এবং স্বীকারও করেছিলেন কিছু জায়গায় নানা কারণে ঠিক সময়ে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি।

 

সূত্র: এএফপি

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর