ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আকাশে ড্রোনসদৃশ বস্তু: সেন্ট পিটার্সবার্গের সকল ফ্লাইট বন্ধ
অনলাইন ডেস্ক
সেন্ট পিটার্সবার্গের আকাশে ড্রোনসদৃশ বস্তু শনাক্ত হয়েছে

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে,পিটার্সবার্গের আকাশে অশনাক্তকৃত বস্তু দেখা গেছে। এরপর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

শহরের গভর্নর জানিয়েছেন, পুলকোভা বিমানবন্দরের সকল ফ্লাইট মঙ্গলবার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অফিশিয়াল টেলিগ্রাম বার্তায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটির গভর্নর বলেন, বেলা ৩টা পর্যন্ত সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। যদিও টেলিগ্রাম বার্তায় এই ঘটনার পেছনের কারণ জানানো হয়নি।

অন্যদিক রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, পুলকোভার ২০০ কিলোমিটারের মধ্যে সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম বাজার খবরে বলা হয়েছে, আকাশে ড্রোনসদৃশ বস্তু শনাক্ত হয়েছে। বিষয়টি তদন্তে  যুদ্ধবিমান পাঠানো হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর