ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনের সাথে আলোচনায় রাজি রাশিয়া, তবে দখলকৃত অঞ্চলে ছাড় নয়
অনলাইন ডেস্ক
সড়কে সতর্ক প্রহরায় ইউক্রেনের একজন সেনা

যুদ্ধ নিয়ে রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করেছে। ক্রেমলিন বলেছে, ইউক্রেনের সাথে তারা আলোচনায় বসতে প্রস্তুত। তবে দখলকৃত অঞ্চল নিয়ে কোনো ছাড় হবে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রাশিয়া কখনও ‘চার অঞ্চল’ এর নিয়ন্ত্রণ ছাড়বে না।

গত বছর ইউক্রেনের দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজঝিয়া অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে রাশিয়া। এর আগে সেখানে একটি গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে  ৮০ শতাংশের বেশি ভোট পড়ে মস্কোর সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে। যদিও ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা এই ঘটনাকে ‘কারচুপির ভোট’ বলে অভিহিত করে।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘কিছু বাস্তবতা আছে যা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ এটা বলতে তিনি দখলকৃত নতুন অঞ্চলকে বোঝান। পেসকভ বলেন, রাশিয়ার সংবিধান জীবিত আছে। এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই,  এটা নিয়ে রাশিয়া কখনও আপস করতে পারবে না। এটা গুরুত্বপূর্ণ বাস্তবতা।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেন, কিয়েভ যদি অঞ্চল ছেড়ে দেয় তাহলে রাশিয়া আলোচনায় রাজি। তবে বাস্তবতা হলো, এই চার অঞ্চলের সব জায়গায় মস্কোর নিয়ন্ত্রণ নেই। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর