ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মাঝ আকাশেই অসুস্থ পাইলট, যেভাবে বিমানটিকে জরুরি অবতরণ করানো হল
অনলাইন ডেস্ক

মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের সাউথইস্ট এয়ারলাইন্সের একজন কর্তব্যরত পাইলট। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়লেই সাহায্যে এগিয়ে আসেন আরেক চালক। তিনি মূলত ছুটিতে ছিলেন।

তার সহায়তাতেই বিমানটিকে ভালোভাবে জরুরি অবতরণ করানো গেছে। 

লাস ভেগাস থেকে ওহিও যাওয়ার পথে সাউথইস্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৬০১৩-এ এই ঘটনা ঘটে। বিমান লাইন্সটি জানিয়েছে, তাদের একজন চালকের হঠাৎ চিকিৎসা দরকার পড়ে।

এসময় বিমানে ছিল অন্য একটি বিমানের একজন চালক। তিনি ককপিটে প্রবশে করে রেডিও কমিউনিকেশনে সাহায্য করেন।

আর বিমানে থাকা আরেক নার্স অসুস্থ পাইলটের সেবা করেন বলে জানানো হয়েছে এয়ারলাইন্সটির পক্ষ থেকে। যদিও এ ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বিমান সংস্থাটি।

 

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর