ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রুশ মুদ্রা রুবলের রেকর্ড অবনমন
অনলাইন ডেস্ক

ইউক্রেন অভিযানের সময় থেকে এক বছরের বেশি সময়ের মধ্যে আজ শুক্রবারই সবচেয়ে বেশি অবনমন হয়েছে রুশ মুদ্রা রুবলের। 

শুক্রবার সকালে মস্কো স্টক এক্সচেঞ্জের হিসাব মতে, এক ডলারের পাওয়া গেছে ৮২ রুশ রুবল।

যেটা ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত রুবলের সর্বনিম্ন মান। রাশিয়া চলতি বছরের শুরুতে জানিয়েছিল, গত বছর (২০২২) সালে তাদের প্রবৃদ্ধি ছিল ২.১ শতাংশ। যা প্রত্যাশার চেয়ে ১৫ শতাংশ কম। 

শুক্রবার সকালে ইউরোর বিপরীতেও কমেছে রুবলের মান। ১ ইউরোতে কেনা যাচ্ছিল ৯০.০৬ রুবল। 

ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম কমে যাওয়া এবং পশ্চিমাদের সাথে বাণিজ্য ঘাটতির কারণে রুবলের এমন দরপতন হয়েছে।

তবে ইউক্রেন আগ্রাসনের শুরুর দিকে একবার ডলারের বিপরীতে এরচেয়ে বেশি কমেছিল রুবলের মান। সে সময় ১ ডলারে বিপরীতে পাওয়া যেত ১১৩ রুবল। পরে পুতিন কিছু দেশের সাথে ডলারের বদলে রুবলে ব্যবসা-বাণিজ্য শুরু করায় রুশ মুদ্রা আবার ঘুরে দাঁড়িয়েছিল। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর