ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ক্রিমিয়ায় ভূপাতিত
অনলাইন ডেস্ক
রুশ সেনাদের লক্ষ্য করে স্ব-চালিত হাউৎজার নিক্ষেপ করছেন একজন ইউক্রেনীয় সেনা

ইউক্রেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেটি কৃষ্ণসাগরের তীরের রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের শহর ফেদোসিয়ায় ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়া প্রশাসনের প্রধান সের্গেই আকসিয়ানভ এমন দাবি করেছেন। 

এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেছেন, ইউক্রেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ফেদোসোতে ভূপাতিত করা হয়। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ইউক্রেন শহরটি ফেরত চেয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর