ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১৮ লাখ কর্মসৃজনের লক্ষ্যমাত্রা সৌদি আরবের পিআইএফের
অনলাইন ডেস্ক
পিআইএফের গভর্নর ইয়াসির আল রুমাইয়ান

১৮ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। সেইসঙ্গে এর সম্পদের আকার বাড়িয়ে ৪ ট্রিলিয়ন সৌদি রিয়ালে বা ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‘সৌদি ভিশন ২০৩০’-এর সাত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিআইএফের গভর্নর ইয়াসির আল রুমাইয়ান বলেন, ‘এখন পর্যন্ত পিআইএফ পাঁচ লাখের বেশি কর্মসংস্থান করেছে। এ সংখ্যা বাড়িয়ে ১৮ লাখে উন্নীত করা পিআইএফের উদ্দেশ্য।’

আল রুমাইয়ান জানান, বর্তমানে পিআইএফের ব্যবস্থাপনাধীন মোট সম্পদের পরিমাণ ২ লাখ কোটি রিয়ালের বেশি। ২০২৫ সালের মধ্যে এ পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে পিআইএফ।

পিআইএফ হলো সৌদি আরবের সার্বভৌম ফান্ড। আরব অঞ্চলের সর্ববৃহৎ অর্থনীতি সৌদি আরব। তার প্রবৃদ্ধির জন্য ক্রমাগত বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে পিআইএফ।

সূত্র : দ্য ন্যাশনাল

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর