ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাখমুত এখন কার দখলে?
অনলাইন ডেস্ক

ইউক্রেন দাবি করেছে তারা বাখমুত শহরের কিছু অংশ আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বেশ কয়েক মাস ধরে শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল রাশিয়া। সম্প্রতি শহরটির নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছিল রুশ সমর্থিত ওয়াগনার বাহিনী।

তবে ইউক্রেনের সহকারী প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, এক সপ্তাহে ইউক্রেনের সেনারা বাখমুতে দুই কিলোমিটার অগ্রসর হয়েছে।

এই দাবি বাখমুতের পট পরিবর্তনের ইঙ্গিত দেয়। যদিও ইউক্রেনের দাবির স্বপক্ষে কোনো পরিষ্কার প্রমাণ এখনও পাওয়া যায়নি।

অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বাখমুতে সুবিধা করতে পারার দাবি অস্বীকার করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটা কেবল টেলিগ্রামে দেওয়া একটা মন ভোলানো ভাষণ। বাখমুতের বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। মস্কোর দাবি, পরিস্থিতি পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে। 

বাখমুত প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই শহরের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখাই এখন উভয় পক্ষের জন্য গৌরবের বিষয়।

ইউক্রেনের সহকারী প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, বাখমুতে বিজয়ী হওয়ার মিথ্যা দাবি করছে রাশিয়া। তারা এ বিষয়ে কেবল মিথ্যা ছড়াচ্ছে। তিনি আরও দাবি করছেন, বাখমুতে অস্ত্র সঙ্কটে ভুগছে রাশিয়া। 

মালিয়ার আরও জানিয়েছেন, বাখমুতে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মস্কো। দেশটির অনেক সেনাও সেখানে মারা গেছে। আর ইউক্রেন কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া দুই কিলোমিটারে ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

বৃহস্পতিবার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও অভিযোগ করেছেন, রাশিয়ার নিয়মিত সেনারা বাখমুতে কিছু অবস্থান ত্যাগ করেছে। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর