ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‌ঘৃণার বাজার বন্ধ, খুলেছে ভালোবাসার দোকান: রাহুল গান্ধী
অনলাইন ডেস্ক

কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে কংগ্রেস। সেই ক্ষণে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘ঘৃণার দোকান বন্ধ হয়েছে এবং খুলেছে ভালোবাসার দোকানগুলো।’

দিল্লির কংগ্রেস কার্যালয়ে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।

রাহুল বলেছেন, ‘গরিব মানুষের শক্তির জয় হয়েছে।’ ‘অন্য রাজ্যগুলোতেও এর পুনরাবৃত্তি হবে। কংগ্রেস গরীব মানুষের ইস্যুগুলো নিয়ে লড়ছে।’

২৪৪ সদস্যের বিধানসভায় ১৪০টি আসনে জয়ের পথে কংগ্রেস। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই হার মেনে নিয়েছেন। তার দল পেয়েছে মাত্র ৬০ আসন।

 

সূত্র: এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর