ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘ঝানু কূটনীতিক’ আলিরেজা এনায়াতিকে সৌদি রাষ্ট্রদূত করল ইরান
অনলাইন ডেস্ক
আলিরেজা এনায়াতি

ঝানু কূটনীতিক আলিরেজা এনায়াতিকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে  ইরান। সোমবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস এ খবর দিয়েছে।

গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের চুক্তি অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দু’দেশ রাষ্ট্রদূত নিয়োগ করবে এমন শর্ত দেওয়া হয়েছিল।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান সোমবার জানিয়েছে, তেহরান এবং রিয়াদের মধ্যে এমন ঐতিহাসিক চুক্তি সইয়ের মাধ্যমে দুই দেশের মধ্যে গত সাত বছরের রাজনৈতিক বিভেদের পরিসমাপ্তি হয়। 

ইরানের নিয়োগ করা রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি পূর্বে পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরব উপসাগরীয় বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি কুয়েতে ইরানি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর