ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঘূর্ণিঝড় বিপর্যয়: ভারতে দুই জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০০০ গ্রাম
অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় বিপর্যয়ের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারতের গুজরাট রাজ্যের ১০০০ গ্রাম। এরইমধ্যে রাজ্যটিতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো ২২ জন। অনেক বাড়িঘর ও যানবাহনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। 

ভারী বৃষ্টি ও বাতাসের কারণে পাঁচ শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। রাজ্য সরকারের হিসেব মতে বর্তমানে এক হাজার গ্রামে বিদ্যুৎ সরবরাহ নেই। 

১০ দিনের বেশি আরব সাগরে অবস্থানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের আঘাত হানে বিপর্যয়। এসময় বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটার। তবে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে পড়তে শুরু করে।  

বর্তমানে এটি রাজস্থান অতিক্রম করছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। মাঝারি মাত্রার ঝড়ে ওই এলাকার গাছপালা ও কাচা বাড়িঘর ভেঙে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।  ‘

 

সূত্র: এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর