ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিখোঁজ টাইটানের ‘ধ্বংসাবশেষ ক্ষেত্র’ পাওয়ার অর্থ কী?
অনলাইন ডেস্ক
পাঁচ আরোহীকে নিয়ে রওনা দেয় টাইটান

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দল। সর্বশেষ উদ্ধার দলে যোগ দিয়েছে কানাডা ও ফ্রান্সের দূরনিয়ন্ত্রিত জলযান (আরওভি)। আর এই আরওভির মাধ্যমে নিখোঁজ টাইটাইনের ডেবরি ফিল্ডের (যে অঞ্চল জুড়ে ধ্বংসাবশেষ থাকে) সন্ধান মিলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এটা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। বিশ্লেষণটি বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

ডেবরি ফিল্ড পাওয়ার তথ্যে সতর্কতা অবলম্বন করতে হবে। এটার মাধ্যমে কিছু পাওয়া যেতে পারে আবার কিছু নাও পাওয়া যেতে পারে। 

কিন্তু বিগত কয়েকদিন যাবত যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড খুব বেশি টুইট করেনি। বৃহস্পতিবার দুপুরে তারা ডেবরি ফিল্ড পাওয়ার টুইট করেছে। সুতরাং, এটা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।

টাইটান নিখোঁজের পর অনেক বিশেষজ্ঞ বলেছেন, টাইটানের প্রধান ইঞ্জিন ফেইলের কারণে বিপর্যয়কর বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ধ্বংসাবশেষ পাওয়া গেলে ঠিক কী ঘটেছিল সেটা পাওয়া হবে। তবে সন্ধান পাওয়া ডেবরি ফিল্ডে কিছু নাও মিলতে পারে।

সাগরের তলদেশে বিশাল জাহাজ টাইটানিক থেকে শুরু করে সকল ধরনের ধ্বংসাবশেষ রয়েছে। সুতরাং ডেবরি ফিল্ডে কিছু না মিলতে পারে। 

গত রবিবার আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচ আরোহীকে নিয়ে রওনা দেয় টাইটান। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর সেটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকেই সেটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বেশ কয়েকটি দেশের উদ্ধারকারী দল। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর