ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হন্ডুরাসে জেলের নিয়ন্ত্রণ নিচ্ছে সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

হন্ডুরাসে জেলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। গত সপ্তাহে মেয়েদের জেলে গ্যাং-ওয়ারে ৪৬ জনের মৃত্যু হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অপারেশন ‘ফেইথ অ্যান্ড হোপ’ শুরু করেছে। জেলের নিয়ন্ত্রণ নিতেই এই অপারেশন হচ্ছে।

সোমবার সকাল থেকে তামারা পেনাল সেন্টারে অভিযান চলে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেলের ভিতর থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্র, গ্রেনেড, গোলাবারুদ, সেল ফোন উদ্ধার করেছে। বেআইনি ইন্টারনেট সংযোগও পাওয়া গেছে। এই জেলেই সংঘর্ষে ৪৬ জন নারী বন্দির মৃত্যু হয়েছিল। এই জেলে নয়শ’ জন বন্দি থাকতে পারে।

সরকারিভাবে জানানো হয়েছে, হন্ডুরাসের ওই জেল থেকে ১৮টি পিস্তল, একটা অ্যাসল্ট রাইফেল, দু’টি মেশিন পিস্তল ও দু’টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

অন্য জেলেও একই ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

তামারা জেলে বারিও ১৮ স্ট্রিট গ্যাংয়ের সদস্যদের সঙ্গে এমএস-১৩ গ্যাংয়ের সদস্যদের লড়াই শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বিপক্ষ গ্যাংয়ের সদস্যরা বন্দুক নিয়ে অন্য গ্যাংয়ের সদস্যরা যে সেলে আছে, সেখানে ঢুকে পড়ে। তারপর তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। শত্রুদের সেই আগুনে পুড়িয়ে মারে। সেলে তালা দিয়ে দেওয়া হয়। ফলে ভিতরে যারা ছিলেন তারা জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। সূত্র: রয়টার্স, এপি, এএফপি, ডয়েচে ভেলে

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর