ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফিলিস্তিনি ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৩
অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা শুরু করেছে ফিলিস্তিনের উত্তর-পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে। চলমান এই হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক জন। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের বিভিন্ন ভবনে সোমবার প্রথম প্রহরে কয়েকবার বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের ওপর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

জেনিনভিত্তিক ফিলিস্তিন রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমান থেকে বোমা ছোড়ার পাশাপাশি ভূমি থেকেও হামলা করা হয়েছে। কিছু বাড়ি ও স্থাপনায় বোমা ছোড়া হয়েছে, ধোঁয়া উড়ছে সবদিক থেকে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এছাড়া ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর