ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাসপাতাল থেকে বাড়ি ফিরল অ্যামাজনে ‘নিখোঁজ’ সেই শিশুরা
অনলাইন ডেস্ক

অ্যামাজন বনে বিমান দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল কলম্বিয়ার চার শিশু। নিখোঁজ হওয়ার ৪০ দিন পর তাদের উদ্ধার করা হয়। তারপর এক মাসের বেশি সময় হাসপাতালে কাটানোর পর তারা বাড়ি ফিরেছে। 

বৃহস্পতিবার এই শিশুদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চলতি বছরের মে মাসে ওই বিমান দুর্ঘটনাটি ঘটে। এতে ওই শিশুদের মা ও আরো দুই জন মারা যান। তবে গত মাসে (জুন) তাদের জীবিত উদ্ধার করা হয়। 

চিকিৎসকরা জানিয়েছে, তাদের ওজন ও আকার বেড়েছে। তারা  এখন বেশ ভালো আছে।

উদ্ধারের পর কর্তৃপক্ষ জানিয়েছিল, টানা ৪০ দিন গভীর জঙ্গলে এই চার শিশু টিকে ছিল তাদের নানির কল্যাণে। এই চার শিশুর সবচেয়ে বড় জনকে নানি খুব ছোটবেলা থেকে গভীর জঙ্গলে মাছ ধরা ও শিকারের কলাকৌশল শিখিয়েছিলেন। এমনকি প্রকৃতি থেকে খাবার সংগ্রহের উপায়ও শেখানো হয়েছিল এই শিশুদের। উড়োজাহাজ দুর্ঘটনার পর এসব কৌশল চার শিশুকে আমাজনের গভীরে বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহে সহায়তা করেছে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর