ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আগামী দুই মাস গার্ড অব অনার পাবে না হিমাচলের ভিআইপিরা
অনলাইন ডেস্ক

বন্যার কারণে আগামী দুই মাস ভিআইপিদের কোনো রকম গার্ড অব অনার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিমাচল প্রদেশ। ভারী বৃষ্টি কারণে সৃষ্ট বন্যার ক্ষয়ক্ষতি প্রশমনে কাজ করার প্রতি জোরারোপ করছে রাজ্যটির পুলিশ প্রশাসন। 

হিমাচল রাজ্য সরকার জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গার্ড অব অনার কার্যক্রম বন্ধ রাখা হবে। শুধু স্বাধীনতা দিবসের কার্যক্রম এর আওতার বাইরে থাকবে। 

সোমবার হিমাচলের মুখ্যমন্ত্রী সুখভিন্দর সিং সুখু এক বিবৃতিতে এই নির্দেশনা দিয়েছে।

সুখু বলেছেন, গার্ড অব অনার কার্যক্রম বাদ দিয়ে বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কার্যক্রমে মনোযোগ দেবে পুলিশ।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর