ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দাবানলে সহায়তার জন্য তুরস্ককে গ্রিক প্রধানমন্ত্রীর ধন্যবাদ
অনলাইন ডেস্ক

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস তার দেশকে ক্রমাগত দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কৃতজ্ঞতা তুরস্ককে,‌ দুটি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার পাঠিয়ে বনের দাবানলের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সহায়তা করার জন্য। ধন্যবাদ তুরস্ক।’

গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাহায্যের জন্য আঙ্কারাকে ধন্যবাদ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ধন্যবাদ তুরস্ক। অগ্নিনির্বাপণ সহায়তা প্রদান এবং গ্রিসকে গুরুতর দাবানল মোকাবিলায় সহায়তা করার জন্য।’

এর আগে শুক্রবার, তুরস্ক গ্রিসকে সাহায্য করার জন্য দুটি উভচর অগ্নিনির্বাপক বিমান এবং একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠায়।

তুর্কি যোগাযোগ অধিদপ্তর শুক্রবার টুইটারে বলেছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নির্দেশে, দুটি অগ্নিনির্বাপক বিমান এবং ১টি অগ্নিনির্বাপক হেলিকপ্টার, কৃষি ও বনবিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্রুদের গ্রিসে পাঠানো হবে।’

গ্রিক মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়েছে, কার্যকর কৌশলসহ উভচর বিমান এবং দেশীয় ও জাতীয় সম্পদ দিয়ে উৎপাদিত একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার গ্রিসে দাবানল মোকাবিলায় ব্যবহার করা হবে।’ অগ্নিনির্বাপক বিমান এবং হেলিকপ্টার শনিবার ভোরে গ্রিসে পৌঁছেছে।

গ্রিস গত সপ্তাহ থেকে ক্রমাগত দাবানলের সাথে লড়াই করছে। আগুন নেভাতে সাহায্য করার জন্য বিভিন্ন দেশের অগ্নিনির্বাপক বিমান এবং কর্মীরা এসেছে।

 গ্রিক সিভিল ডিফেন্স জানিয়েছে তুরস্কের পাশাপাশি ফ্রান্স, ইতালি, সাইপ্রাস, স্লোভাকিয়া, ইসরায়েল এবং জর্ডানও অগ্নিনির্বাপক বিমান এবং হেলিকপ্টার দিয়ে প্রচেষ্টাকে সহায়তা করছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাকে আরও কমিয়ে দেবে। লিথুয়ানিয়ায় সাম্প্রতিক ন্যাটো সম্মেলনে মিটসোটাকিস এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে সম্মত হওয়া সম্প্রীতির গতি বাড়াবে।’

উল্লেখ্য, গ্রিস এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর তুরস্কের সাহায্যে ছুটে এসেছিল। তুরস্কের দক্ষিণ-পূর্ব অংশে ৫০ হাজারেরও বেশি মানুষ এতে নিহত হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর