ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রতিদ্বন্দ্বীকে গুলি করে হত্যা, যে হুঁশিয়ারি দিলেন বর্তমান প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক

প্রচার কাজ চালানোর সময় ইকুয়েডরের আসন্ন নির্বাচনের এক প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। 

নিহত ফেরনান্দো ভিলাভিসেনসিও দেশটির পার্লামেন্ট সদস্য। উত্তরাঞ্চলীয় শহর কিটোতে প্রচার চালানোর সময় তিনি স্থানীয় সময় বুধবার হামলার শিকার হন। 

তার প্রচার দলের একজন সদস্য স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ফেরনান্দোর গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসা এক ব্যক্তি তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে তিন বার গুলি করা হয়। এই ঘটনায় কড়া শাস্তির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট গুইলেরমো লাসো।

নিরাপত্তারক্ষীদের সাথে গোলাগুলির একপর্যায়ে হামলাকারীও আহত হয়। পরে সে মারা গেছে বলে জানিয়েছেন ইকুয়েডরের প্রধান আইনজীবী। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর