ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নাগোর্নো কারাবাখ নিয়ে জাতিসংঘের সহায়তা চাইল আর্মেনিয়া
অনলাইন ডেস্ক
নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃত

আর্মেনিয়া বলছে, নাগোর্নো কারাবাখে মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে। আজারবাইজান সরবরাহ রুট বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ইয়েরেভান। 

জাতিসংঘে নিয়োজিত আর্মেনিয়ার স্থায়ী প্রতিনিধি মেহের মার্গারিয়ান জাতিসংঘে এক চিঠিতে লিখেছে, খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির তীব্র সংকট শুরু হয়েছে নাগোর্নো কারাবাখে। চলতি বছরের ১৫ জুন থেকে অবস্থা অধিক খারাপ হয়েছে। ওই সময় আজারবাইজান লাচিন করিডোর বন্ধ করে। এই করিডর হলো আর্মেনিয়ার সঙ্গে নাগোর্নো কারাবাখের একমাত্র সংযোগ পথ। 

নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃত। কিন্তু অঞ্চলটিতে বসবাসকারী অধিকাংশ জনগোষ্ঠী আর্মেনিয়ার নৃগোষ্ঠী। এই নাগোর্নো কারাবাখা নিয়ে সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশ দুইটি যুদ্ধে জড়িয়েছে। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে যুদ্ধ জড়ায় আর্মেনিয়া এবং আজারবাইজান। ৪৩ দিন যুদ্ধে আজারবাইজান অনেক অঞ্চল কব্জায় নিতে সক্ষম হয়। পরে রাশিয়ার মধ্যস্থতায় তারা শান্তি চুক্তি করে। কিন্তু সেই চুক্তিটি স্থায়ী হয়নি। সূত্র: আল জাজিরা  

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর