ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শতকরা ৩ ভাগ আমেরিকান বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট চায়
অনলাইন ডেস্ক
আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০ বছর

আমেরিকার শতকরা মাত্র তিন ভাগ নাগরিক তাদের দেশের জন্য বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট চায়। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া লোকজনের প্রায় সবাই বলেছে, তারা তাদের দেশের জন্য এমন প্রেসিডেন্ট চায় যাদের বয়স ৫০-এর কোঠায় থাকবে।

জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে শতকরা মাত্র তিন ভাগ সত্তর কিংবা তার উপরি বয়সের কোন প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০ বছর। আগামী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার বর্তমান বয়স ৭৭ বছর।

জনমত জরিপ পরিচালনাকারী জানিয়েছেন, এই জরিপ পরিচালনার সময় জো বাইডেন কিংবা ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি। যদিও অংশগ্রহণকারী লোকজনের কাছে শুধু জানতে চাওয়া হয়েছে তারা কোন বয়সের প্রেসিডেন্টকে বেশি পছন্দ করে।

মার্কিন নাগরিকরা যেমন বেশি বয়সের প্রেসিডেন্টকে পছন্দ করছে না, তেমনি তারা কম বয়সী প্রেসিডেন্ট গ্রহণ করতেও রাজি নয়। এই জরিপে অংশ নেয়া মাত্র শতকরা তিনভাগ মানুষ জানিয়েছে, তারা ৩০ বছর বয়সী প্রেসিডেন্ট চায়। মার্কিন সংবিধান অনুসারে ৩৫ বছরের নিচে কোনো ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। 

সূত্র : পার্সটুডে

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর