ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রিগোজিনের মৃত্যু: বিমানটির অতীত নিরাপত্তার রেকর্ড ছিল ভালো
অনলাইন ডেস্ক

ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় রাশিয়ার ওয়ানগানার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন মারা গেছেন। তার সাথে এম্বারেয়ার লিগ্যাসি ৬০০ বিমানটির বাকি নয় যাত্রীও একই পরিণতি হয়েছে।

রাশিয়া এটাকে দুর্ঘটনা দাবি করলেও পশ্চিমারা এই ঘটনাকে দেখছেন সন্দেহজনক চোখে।

ব্রাজিলের তৈরি করা এম্বারেয়ার লিগ্যাসি ৬০০ বিমানটি ২০০২ সালে বিমান সেবা দেওয়া শুরু করেছে। এরই মধ্যে কোম্পানিটি ৩০০ বিমান বানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মডেলের বিমানের নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ ভালো। ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন এইচকিউ ওয়েবসাইটের তথ্য মতে, গত ২০ বছরে এই কোম্পানির তৈরি করা বিমান মাত্র একবারই দুর্ঘটনার শিকার হয়েছে। 

২০০৬ সালে এম্বারের যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছিল, সেটি উড্ডয়ন করেছিল ব্রাজিলের এম্বার বিমান তৈরির কারখানা থেকে। গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। সেটি মানবিক ত্রুটি কিংবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার পড়েছিল বলা জানিয়েছিল বিমান কর্তৃপক্ষ। 

২০২০ সালে এই ধরনের বিমান উৎপাদন বন্ধ করে দেয় এম্বার। 

বিমান কর্মকর্তা এম্বারেয়ার জানিয়েছে, ৬০০ মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার কথা তারা জেনেছে। তবে এ বিষয়ে কোনো তথ্য তারা পায়নি।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর