ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অস্ট্রিয়ার হিমবাহে মিলল ২০ বছর আগের মৃতদেহ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

অস্ট্রিয়ার একটি হিমবাহে অন্তত ২০ বছর আগের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। পর্বতারোহনে সাহায্য করেন স্থানীয় এমন এক গাইডের চোখে পড়ে মৃতদেহটি।

গত ১৮ আগস্ট পশ্চিম টাইরলের শ্লাটেনকিজ হিমবাহে প্রায় ২৯০০ মিটার উচ্চতায় মৃতদেহটি পাওয়া যায়। পরে পুলিশ হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

পুলিশের ধারণা, ২০০১ সালে হিমবাহে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান অজ্ঞাতনামা ওই ব্যক্তি। মৃতদেহের সঙ্গে পাওয়া গেছে স্কি ও অন্যান্য সরঞ্জাম।

প্রাথমিক তদন্তে মৃতদেহটি ৩৭ বছর বয়সী একজন অস্ট্রিয়ানের হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তার ব্যাকপ্যাকারে নগদ অর্থ, একটি ব্যাংক কার্ড ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেলেও নাম-ঠিকানা উদ্ধার করা যায়নি। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

হিমাবহে দশকের পর দশক মৃতদেহ জমাটবদ্ধ থাকার ঘটনা আগেও আবিষ্কৃত হয়েছে। গত মাসে ৩৭ বছর আগে হারিয়ে যাওয়া এক জার্মান নাগরিকের মৃতদেহ সুইজারল্যান্ডের পাহাড়ে খুঁজে পাওয়া যায়। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর