ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

এবার আতপ চালে অতিরিক্ত ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ ভারতের
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

সম্প্রতি পিঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এবার আতপ চালের ওপর অতিরিক্ত ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করল ভারত। 

দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এই নির্দেশনা জারি করেছে।

ভারত বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ। আন্তর্জাতিক বাজারে মোট চালের যোগানের ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে চালের উৎপাদন কম হওয়ায় গত মাসে বাসমতি ব্যতীত সব ধরনের সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, আভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের নিষেধাজ্ঞার পর থেকেই বাড়তে শুরু করেছে চালের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে দামে চাল বিক্রি হচ্ছে, তা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞার পর আতপ চালের রফতানি বৃদ্ধি পাচ্ছিল। তাতে লাগাম টানতেই এই অতিরিক্ত রফতানি শুল্ক আরোপ করা হয়েছে বলে মনে করছেন ভারতীয় রফতানিকারকরা।

২০২২ সালে ৭৪ লাখ টন আতপ চাল রফতানি করে ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর