ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সোমবার সোচিতে সাক্ষাতে বসছেন এরদোয়ান-পুতিন
অনলাইন ডেস্ক
এরদোয়ান এবং পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার কৃষ্ণ সাগরের সোচি রিসোর্টে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে স্বাগত জানাবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, সোমবার সোচিতে আলোচনা-সমঝোতা হবে। বৃহস্পতিবার তুরস্কের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বৈঠকে প্রাথমিকভাবে কৃষ্ণ সাগরের শস্য রফতানি নিয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, শস্য চুক্তি পুনরুজ্জীবিত করতে তিনি রাশিয়াকে ‘সুনির্দিষ্ট প্রস্তাব’ পাঠিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, খাদ্য নিরাপত্তার জন্য চুক্তিটি পুনরুজ্জীবিত করা ‘গুরুত্বপূর্ণ’।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর