ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু, আহত ২৪
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ক্রিমিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। সেখানকার সেভাস্তপোল শহরের কয়েকটি বন্দর-স্থাপনা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। এতে ২৪ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

সেভাস্তপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৪০ মিনিটের দিকে ইউক্রেনের বাহিনী হামলা শুরু করে। শত্রুর এ হামলা মোকাবেলায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। এ সময় সেভাস্তপোল শহরের একটি বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়।

ইউক্রেনের হামলার কারণে কী ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা কয়েকটি ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, সেভাস্তোপোলের একটি জাহাজ নির্মাণ ইয়ার্ডের কাছাকাছি বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়। এ সময় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিমিয়া ব্রিজের কাছে সব ধরনের যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। সূত্র: বিবিসি, রয়টার্স, আল জাজিরা

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর