ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দক্ষিণ কোরিয়ায় ৩ হাজার বর্গমিটারের ‘রহস্যময়’ গোপন সুড়ঙ্গ
অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় ৩ হাজার বর্গমিটারের ‘রহস্যময়’ এক সুড়ঙ্গের সন্ধান মিলেছে। দেশটির রাজধানী সিউলের সবচেয়ে বড় আইকনিক প্লাজার নিচে এ সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সিউল কর্তৃপক্ষ।

মাটির নিচের এই সুড়ঙ্গ কয়েক দশক ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। অথচ কোরিয়ার সুপরিচিত স্থানগুলোর মধ্যে এই স্থানটি অন্যতম। বড় বড় বিক্ষোভ থেকে শুরু করে অনেক কনসার্টের জন্য এই স্থানটি বিখ্যাত। রহস্যময় এ সুড়ঙ্গ নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এমন তথ্য দিয়েছে ব্রিটেনের গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

তবে এ সুড়ঙ্গ কবে, কেন বানানো হয়েছিল, সেই বিষয়ে নগর কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয় বলে জানায় দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সুড়ঙ্গটি ৩ হাজার বর্গমিটার জুড়ে রয়েছে। এটি ৩৩৫ মিটার পর্যন্ত প্রসারিত। বছরের পর বছর এ সুড়ঙ্গটি অযত্ন, অবহেলায় পড়ে রয়েছে। 

গণমাধ্যমটি আরও জানায়, সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করলে এর অন্ধকার ছাদ থেকে 'অশুভভাবে' কিছু ঝুলে থাকতে দেখা যায়। দেখে মনে হয়, যেন এটা ভূগর্ভস্থ কোনো খনি।

কোরিয়া কর্তৃপক্ষ সুড়ঙ্গটিতে এক ঘণ্টার জন্য সকলের প্রবেশ উন্মুক্ত করলে এতে উৎসুক মানুষের ভীড় দেখা যায়।

সুড়ঙ্গটি দেখতে আসা লি দ্য গার্ডিয়ানকে জানায়, এই অভিজ্ঞতাটি একটু ভীতিকর ছিল। যে উদ্দেশ্যে বানানো হোক না কেন, এখান থেকে দর্শনার্থীরা শহরের ইতিহাস উপলব্ধি করতে পারবে।

সুড়ঙ্গটি সিউল প্লাজার ঠিক ১৩ মিটার নীচে এবং এই প্লাজা ও সিউল সাবওয়ের ইউলজিরো ওয়ান–গা স্টেশনটির মাঝামাঝি অবস্থিত। ফলে প্রতি কয়েক মিনিট পর পর এখান থেকে ট্রেন যাতায়াতের শব্দ শোনা যায়।

ধারণা করা হচ্ছে, বিমান হামলা থেকে নাগরিকদের রক্ষা করতে এই সুড়ঙ্গ বানানো হয়েছিল। তবে সিউল কর্তৃপক্ষ বলছে, দুটি পাতাল রেল স্টেশনকে সংযুক্ত করার জন্য এটি নির্মিত হতে পারে কিন্তু কখনো ব্যবহার করা হয়নি।

গার্ডিয়ান জানায়, রহস্যময় এই সুড়ঙ্গটির এক ঘণ্টার সফর ১৯৭০ এর দশকের শুরুর দিকে সিউল সাবওয়ে সিস্টেমের নির্মাণসহ শহরের পরিকল্পনার ইতিহাসের একটি ধারণা পাওয়া যায়।

সিউলের ফিউচার আরবান স্পেসেস প্ল্যানিং ব্যুরোর প্রধান হং সান-কি দ্য গার্ডিয়ানকে জানায়, এই সফরটি শহরের লুকিয়ে থাকা ইতিহাস সম্পর্কে ধারণা দেয়। এটি এমন একটি স্থান যেটা সম্পর্কে কেউ কখনো কল্পনাই করেনি।

সূত্র : দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর