ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিখ নেতা হরদীপ সিং কিভাবে নিহত হন
অনলাইন ডেস্ক
হরদীপ সিং নিজ্জর

খালিস্তানি তৎপরতাকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্কের আরও অবনতি হলো। চলতি বছরের জুনে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত জড়িত, এমন অভিযোগ এনে সে দেশের এক কূটনীতিককে কানাডা সোমবার বহিষ্কার করে।

ভারত পাল্টা  আজ মঙ্গলবার  দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে। পাল্টাপাল্টি এই ব্যবস্থার ফলে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। 

গত ১৮ জুন সন্ধ্যায় কানাডার পুলিশ হরদীপ সিং নিজ্জরকে তার গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। গাড়িটি কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে গুরু নানক শিখ গুরুদ্বার মন্দিরের পার্কিংয়ে ছিল। ঘটনাস্থলেই মারা যান শিখ নেতা। স্থানীয় পুলিশ পরে জানায়, তাকে দু'জন মুখোশধারী লোক গুলি করেছিল।

নিজ্জর ছিলেন মন্দিরের সভাপতি এবং একজন বিশিষ্ট শিখ নেতা। তিনি ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি ‘স্বাধীন শিখ মাতৃভূমি’ গঠনের জন্য প্রকাশ্যে খালিস্তানের পক্ষে প্রচার করেছিলেন। কয়েক মাস পরেও তার হত্যার কোনো সমাধান হয়নি। সূত্র: বিবিসি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর